ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে সাবেক জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ি নিহত

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ মার্চ ২০১৯

জয়পুরহাটে সাবেক জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ি নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৩ মার্চ ॥ জামাইয়ের লাঠির আঘাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে শাশুড়ি শানু বেগম (৪৫) নিহত হন। শানু বেগম উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহত শানুর মেয়ে পলি বেগমের বিয়ে হয় একই গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় প্রায় এক বছর আগে। পরে ফরহাদ স্ত্রীকে ফেরত নিতে চাপ দেয় শাশুড়ি শানুকে। এ নিয়ে শুক্রবার রাতে কথা কাটাকাটির জের ধরে ফরহাদ তার শাশুড়ির মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তির পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। নান্দাইলে ব্যবসায়ী সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় সোহেল মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার ঝাউগড়া মহল্লার ওসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ হাত বিচ্ছিন্ন ও নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার পর শাহাব উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি সোহেলকে কোপানোর দায় স্বীকার করে নান্দাইল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় আটক দুই নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৩ মার্চ ॥ বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গার হত্যাকারী সন্দেহে স্নেহশীষ চাকমা (৪৩) নামে এক ব্যক্তিকে যৌথবাহিনী আটক করেছে। জানা গেছে, তাকে শনিবার ভোর সাড়ে ৫টার সময় শহরের বনরূপ এলাকা থেকে যৌথবাহিনী তাকে আটক করেছে। ওইদিন দুপুরে আটক স্নেহশীষকে যৌথবাহিনী পুলিশের নিকট হস্তান্তর করেছে। সে সুরেশ তঞ্চঙ্গার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, গত ১৯ মার্চ সন্ত্রাসীরা সুরেশকে ব্রাশফায়ার করে হত্যার ৫দিন পর শনিবার বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা ও ভাইস চেয়ারম্যান অমৃত সেনসহ ২০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে বিলাইছড়ি থানা পুলিশ জানিয়েছে।
×