ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ॥ অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ মার্চ ২০১৯

ঝালকাঠিতে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ॥ অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ মার্চ ॥ রাজাপুর ও কাঁঠালিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে হামলা-সংঘর্ষে ২৫জন আহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বাঘড়িবাজার এবং শুক্রবার রাতে কাঁঠালিয়ার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, একটি বাড়ি ভাংচুর, স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের অফিসে হামলা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মানরউজ্জামানের কয়েক কর্মী বাঘড়িবাজার থেকে যাওয়ার পথে বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মিলন মাহামুদ বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে। উভয়পক্ষের নেতাকর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি শান্ত করে। এদিকে শুক্রবার রাতে কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া সিকদারের চার সমর্থকের বসতঘর নৌকা প্রতীকের প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা ভাংচুর করে। এ সময় বিদ্রোহী প্রার্থীর অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।
×