ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ছাত্র হত্যাকারীর ফাঁসি দাবি

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ মার্চ ২০১৯

ফরিদপুরে ছাত্র হত্যাকারীর ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ মার্চ ॥ আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র ও নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ব্যবস্থাপক ওয়াকিব সিকদারের (২৪) হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে আলফাডাঙ্গা ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয় আলফাডাঙ্গা থানার সামনে। এর আগে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষার্থীরা হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দাবিতে আলফাডাঙ্গা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক ধরে ৫০০ মিটার দূরে আলফাডাঙ্গা চৌরাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে বিক্ষোভকারীরা চৌরাস্তার পাশে আলফাডাঙ্গা থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। গোবিন্দগঞ্জে ৮ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ মার্চ ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামে শুক্রবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে ৪ কৃষকের ৮ ঘর পুড়ে গেছে। ওই ইউনিয়নের মাস্তা গ্রামের আব্দুল গফুরের ছেলে জুয়েল মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত। বাজিতপুরে চার দোকান নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে অগ্নিকা-ে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মুদির দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান, সেলুন ও কসমেটিক্সের দোকানসহ মালামাল পুড়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
×