ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ মার্চ ২০১৯

আইইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মহিলা কমিটির উদ্যোগে শুক্রবার শিশুকিশোর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আইইবি মহিলা কমিটির সদস্য মায়া কবিরের সঞ্চালনায় এবং মহিলা কমিটির চেয়ারপার্সন মিসেস ইয়াসমিন রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা কমিটির সদস্য সচিব মিসেস খন্দকার ফারাহ্ জেবাসহ আইইবির নেতৃবৃন্দ এবং মহিলা কমিটির অন্য সদস্যরা। -বিজ্ঞপ্তি কেরানীগঞ্জে ৫তলা ভবন হেলে পড়েছে নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৩ মার্চ ॥ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মালিকানাধীন পঞ্চমতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ভবনটি পরিত্যক্ত ও বসবাসের অযোগ্য ঘোষণা দিয়ে ভবনটিতে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে তারা হেলে যাওয়া পাঁচতলা ভবনে বসবাসকারীদের মামলাল অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এরপর ভবনটি পরিত্যক্ত ও বসবাসের অযোগ্য ঘোষণা দিয়ে ভবনটিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। ভবনটির মালিক শহিদুল ইসলাম (৪৫) বলেন, প্রায় আট বছর আগে সোয়া এক শতাংশ জমিতে তিন তলা ফাউন্ডেশন দিয়ে প্রথমে দ্বিতীয় তলা ভবন নির্মাণ করি। দুই বছর পরে আবার সেখানে তিন তলা ও পরে পাঁচতলা ভবন নির্মাণ করি। প্রতিটি তলায় ১টি পরিবার বসবাস করছে। ভনটি নির্মাণকালে রাজউক ও উপজেলা প্রশাসনের অনুমোদন ছিল না।
×