ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ মার্চ ২০১৯

বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৩ মার্চ ॥ মোহনগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে প-। শুক্রবার রাতে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের নগর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী জান্নাতুলকে বিয়ে দেয়ার সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি অবগত হয়ে পুলিশ দিয়ে বিয়ে বন্ধ করেন। গৌরীপুর থানার শুলঘাই গ্রামের নেকবর আলীর পুত্র সোহাগের ( ১৮) সঙ্গে মোহনগঞ্জের নগর গ্রামের আজিল মিয়ার (১৩) বছরের কন্যা মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জান্নাতুলের বিয়ে দেয়ার সময় পুলিশ তা বন্ধ করে। পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ মার্চ ॥ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার মিঠাবো এলাকায় মিঠাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারলেই শিক্ষা জীবনের সার্থকতা। একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখার বিকল্প অন্য কিছু হতে পারে না।’ পারটেক্স গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক মনি আক্তার মিলি, ভুলতা ইউপির সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা প্রমুখ।
×