ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা

প্রকাশিত: ০৯:২২, ২৩ মার্চ ২০১৯

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা

অনলাইন রিপোর্টার ॥ বাস ভাড়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ওয়াসিম। তার বয়স আনুমানিক ২২ বছর। শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকের এ ঘটনায় আহত হন আরও এক ছাত্র। ওয়াসিমের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামে। জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০ বন্ধুকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওয়াসিম। ময়মনসিংহ থেকে আসা সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে ওঠেন তারা। বাসের কন্ট্রাক্টর ও তাদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে হেলপার ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাস থেকে পড়ে যায় এবং পেছনের চাকায় পিষ্ট হয়। আহত হন রাকিব নামের আরেক ছাত্র। গুরুতর আহত ওয়াসিমকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। নিহত ওই শিক্ষার্থীর নাম ওয়াসিম বলে জেনেছি। তবে ঘটনাটি আমার এলাকার মধ্যে পড়ে না।’ শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ওয়াসিমের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।
×