ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজালালে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

প্রকাশিত: ১১:০৩, ২৪ মার্চ ২০১৯

শাহজালালে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনব্যাপী একটানা সংস্থাটির সীমানার সকল এলাকায় একযোগে এই ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হাই। একই সঙ্গে নতুন ওয়ার্ডগুলোতেও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করে মশক নিধনের কাজ করা হবে বলে তিনি জানান। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় আব্দুল হাই বলেন, মশার উপদ্রব নগরবাসীকে অতিষ্ঠ করে ফেলেছে। নতুন মেয়র হিসেবে আতিকুল ইসলাম দায়িত্ব নেয়ার পর নগরবাসীকে মশার হাত থেকে কিছুটা স্বস্তি দিতে এই ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। বিমানবন্দর একটি সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও আমরা নাগরিকদের কথা বিবেচনায় এই ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। যদিও মশক নিধন নিয়ে উচ্চ আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। উদ্বোধনকালে ডিএনসিসির ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
×