ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ

প্রকাশিত: ১১:০৫, ২৪ মার্চ ২০১৯

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ করা হচ্ছে আজ। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বাছাইয়ে সারাদেশে ১১৭ উপজেলায় বেলা আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত। তৃতীয় দফায় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাতেই কেন্দ্র কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচনী এলাকার পাশাপাশি কেন্দ্রভিত্তিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪০ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৯৯ প্রার্থী। তৃতীয় ধাপের নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯ হাজার ২৯৮। মোট ভোট কক্ষ বা বুথের সংখ্যা ৫৮ হাজার ৫২৪। উপজেলার তৃতীয় ধাপে ভোট প্রদান করবেন ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। উপজেলায় তৃতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, নরসিংদীর পলাশ এবং চট্টগ্রামের আনোয়ারা এই ৬ উপজেলায় নির্বাচন হচ্ছে না। এর বাইরে আদালতের আদেশে কক্সবাজারের কতুবদিয়া এবং চট্টগ্রামের লোহাগড়ার উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন নরসিংদীর সদর এবং কক্সবাজারের সদর উপজেলার নির্বাচন তৃতীয় ধাপ থেকে চতুর্থ ধাপে স্থানান্তর করেছে। কমিশন জানায় তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ৩৩, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এসব এলাকায় সংশ্লিষ্ট এসব পদে নির্বাচন হবে না। কমিশন জানায় তৃতীয় ধাপের নির্বাচনে সদর উপজেলাগুলোতে সম্পূর্ণ ইভিএম ব্যবহার করে ভোট নেয় হবে। এছাড়া আগামী ৩১ মার্চে অনুষ্ঠেয় চতুর্থ ধাপেও ইভিএম ব্যবহার করে ভোট নেয়া হবে সদর উপজেলাগুলোতে। এজন্যও ব্যাপক প্রস্তুতির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। ইভিএমে ভোটগ্রহণের ক্ষেত্রে কারিগরি টিমে সহায়তা দিতে থাকছে সশস্ত্র বাহিনীর নিরস্ত্র সদস্যরা। ইভিএম পরিচালনা তাদের মূল দায়িত্ব হলেও কোন অনাহূত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে সব পদক্ষেপ নিতে পারবেন। আজ তৃতীয় ধাপের উপজেলাগুলোর মধ্যে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। ইভিএমের প্রতি কেন্দ্রে পরিচালনায় কারিগরি সহায়তা টিমের অংশ হিসেবে দু’জন করে সশস্ত্র বাহিনীর নিরস্ত্র সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে প্রতি টিমে একজন করে ইসি নিয়োজিত ব্যক্তিও কাজ করবেন। কমিশন থেকে ইভিএম পরিচালনার জন্য কারিগরি টিমের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে অবস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং টহল কাজে নিয়োজিত র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজন হলে সেনা সদস্যরা সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের সঙ্গেও যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারবে। তৃতীয় ধাপে নির্বাচনের জন্য গত নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকেই সব ধরনের প্রচার বন্ধ হয়ে গেছে। এছাড়া নির্বাচনী এলকায় ইসির অনুমোদিত ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার থেকেই মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরও দুই দিন মাঠে থাকবেন তারা। যেসব উপজেলায় নির্বাচন আজ ॥ চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর মাগুরার সদর, শ্রীপুর, শালিখা, মহম্মদপুর, নড়াইলের সদর, কালিয়া, সাতক্ষীরার সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা, কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর, মেহেরপুরের মুজিবনগর, গাংনী, ঝিনাইদহের সদর, শৈলকুপা, হরিণাকুন্ড ও কালীগঞ্জ উপজেলা। বরিশাল জেলার সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, মুলাদী ও হিজলা, ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া, ভোলার বোরহানউদ্দিন উপজেলা। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা। মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর, শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা, নড়িয়া, ডামুড্যা ও গোসাইরঘাট। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা। রাজবাড়ী জেলার সদর উপজেলা, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি। মানিকগঞ্জ জেলার সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিংগাইর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলা, নরসিংদীর শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলা। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটন, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা। চাঁদপুর জেলার চাঁদপুর সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি, লক্ষ্মীপুরের সদর উপজেলা, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি, চট্টগ্রাম জেলার বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী উপজেলা এবং কক্সবাজার জেলার পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন হবে। সংশোধনী ॥ গতকাল শনিবার দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠার ৮-এর কলামে শিরোনামে ভুলবশত ‘তৃতীয় ধাপে কাল ২৭ উপজেলায় নির্বাচন ছাপা হয়েছে।’ আসলে তা হবে ১১৭ উপজেলায়।
×