ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ

প্রকাশিত: ১১:০৫, ২৪ মার্চ ২০১৯

সড়কে মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বেপরোয়া যানবাহনের কারণে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। এর প্রতিবাদে কয়েক জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এলাকাবাসী এই বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করে সড়ক দুর্ঘটনার অবসান চায়। শনিবার বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করে। পরে দেড় ঘণ্টা পর সিটি মেয়রের আশ্বাসে বরিশাল সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। এদিকে পিকআপের ধাক্কায় পা হারানো স্কুলছাত্রী নিপার ক্ষতিপূরণের দাবিতে বেনাপোল-যশোর সড়কে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীম-লে যাত্রীবাহী বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র অন্তর হোসেন (১২) নিহত হয়। উল্টোপথে বাস চালিয়ে কেড়ে নেয়া হয় এই ছাত্রের প্রাণ। এর প্রতিবাদে অন্তরের সহপাঠীরা ঢাকা-মাওয়া মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বরিশাল ॥ বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বিএম কলেজের ছাত্রীসহ সাতজন নিহতের ঘটনায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিকরেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। গ্রেফতারকৃত বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মায়ের সঙ্গে চলে গেল শিশু তাইয়ুম ॥ বানারীপাড়া-বরিশাল সড়কের গড়িয়ারপাড়ের তেঁতুলতলা নামকস্থানে দুর্জয় নামের যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার আলফা (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে আহত সাত বছরের শিশু তাইয়ুম মারা গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শুক্রবার রাতে তাইয়ুমের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। ঘাতক বাসচালক গ্রেফতার ॥ বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আব্দুল জলিলকে শুক্রবার রাতে বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসনের তদন্ত কমিটি ॥ বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীম-লে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল ছাত্র অন্তর হোসেন নিহত হয়েছে। উল্টো পথে বাস চালিয়ে এবার কেড়ে নেয়া হলো এই শিশুর প্রাণ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। নিহত অন্তর হোসেন স্থানীয় মেদিনীম-ল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে উত্তর মেদিনীম-ল গ্রামের রাজা মিয়ার ছেলে। এ ঘটনার পরপরই নিহত অন্তরের সহপাঠীরা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘণ্টা অবরোধে বিশাল যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম এ মহাসড়কে। গাজীপুর ॥ গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় শনিবার বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত এবং তার এক সতীর্থসহ দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- স্থানীয় লিঙ্কন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) এবং সতীর্থ ভীমবাজার এলাকার বাসিন্দা রবিন (২২)। আহতরা হলেন লিঙ্কন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও দক্ষিণ বাউপাড়া এলাকার বাসিন্দা মো. আলামিন (১৮) এবং আসোয়াত (১১)। জয়পুরহাট ॥ জয়পুরহাটের পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতুল নামের আহত অপরজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনাপোল ॥ পল্লী বিদ্যুত সমিতির পিকআপের ধাক্কায় পা হারানো মেধাবী স্কুলছাত্রী নিপার ক্ষতি পূরণসহ ৭ দফা দাবিতে আড়াই ঘণ্টা বেনাপোল-যশোর ও সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শনিবার সকালে ক্লাস বর্জন করে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে শার্শার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ফলে শত শত যানবাহন আটকা পড়ে এই সড়কে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই, নিপার ক্ষতিপূরণ চাই এই স্লোগান দিয়ে সড়কে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, ৭ দফা পূরণে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হলেও স্কুলের দুটি গতি নিয়ন্ত্রক স্থাপন ছাড়া কোন দাবি পূরণ করা হয়নি। তাই আমাদের আবারও আন্দোলনে নামতে হয়েছে।
×