ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে জঙ্গী হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ১০

প্রকাশিত: ১১:১১, ২৪ মার্চ ২০১৯

জার্মানিতে জঙ্গী হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানিতে সম্ভাব্য জঙ্গী হামলার পরিকল্পনাকারী সন্দেহে দশজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা গাড়ি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যত বেশি সম্ভব লোককে হত্যার পরিকল্পনা করছিল বলে পুলিশের অভিযোগ। ফ্রাঙ্কফুর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। খবর গার্ডিয়ানের। প্রসিকিউটর কার্যালয়ের এক নারী মুখপাত্র জানান, গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছর এবং তারা জার্মান নাগরিক। ফ্রাঙ্কফুর্ট প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা গাড়ি ও অস্ত্র ব্যবহার করে ইসলামী জঙ্গী হামলা চালিয়ে যত বেশি সম্ভব অবিশ্বাসীদের হত্যার বিষয়ে একমত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার প্রস্তুতির জন্য ইতোমধ্যে তারা বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, একটি বড় গাড়ি ভাড়া করেছে এবং অস্ত্র ক্রয় ও হত্যা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছে।
×