ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যাজককে ছুরিকাঘাত

প্রকাশিত: ১১:১২, ২৪ মার্চ ২০১৯

কানাডায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যাজককে ছুরিকাঘাত

জনকণ্ঠ ডেস্ক ॥ কানাডার একটি গির্জায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে একজন ক্যাথলিক যাজককে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় মন্ট্রিলে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই হামলা হয়। কানাডার কর্মকর্তা ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ। মন্ট্রিল পুলিশের নারী মুখপাত্র ক্যারোলাইন শেব্রেফিল জানান, কর্তৃপক্ষ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে না। ঐতিহাসিক সেন্ট জোসেফের ওরাটরি যাজক ক্লড গ্রুর (৭৭) শরীরের ওপরের অংশে ছুরিকাঘাত করা হয়েছে।
×