ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিলাসবহুল সমাধি

প্রকাশিত: ১১:১২, ২৪ মার্চ ২০১৯

বিলাসবহুল সমাধি

তাঞ্জানিয়ার নজোম্বের এক বাসিন্দা বিপুল অর্থ খরচ করে নিজের ও পরিবারের জন্য বাড়িসদৃশ সমাধিক্ষেত্র তৈরি করছেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন সাধারণ মানুষ এত টাকা খরচ করে সমাধি তৈরি করেনি, তাও আবার নিজের জন্য! এ্যান্টন মান্দুলানি নামে তাঞ্জানিয়ার ওই ব্যক্তি চান তাকে ও তার তিন স্ত্রীকে ওই এলাকার মানুষ মৃত্যুর পরও মনে রাখুক। এজন্যই সমাধিক্ষেত্রটি তিনি তৈরি করছেন। এরই মধ্যে পাঁচ হাজার ডলার খরচ করেছেন। সমাধিক্ষেত্রটি সমাপ্ত হতে এখনও বছর চারেক সময় লাগবে। বাইরে থেকে নির্মাণ কাজের ধরন দেখে মনে হবে যেন কোন বাড়ি বানানো হচ্ছে। ভেতরের চিত্র সম্পূর্ণ আলাদা। এমন একটি জায়গায় নিজের শেষ ঠিকানা করা এ্যান্টনের সারাজীবনের স্বপ্ন। আট বছর ধরে এই সমাধির কাজ চলছে। এ্যান্টন মান্দুলানি বলছেন, ‘আমি এই সমাধি তৈরির সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি চাই না মানুষ আমাকে ভুলে যাক’। -বিবিসি
×