ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলিক কমিউনিকেশন সম্মাননা পেলেন মিজাহারুল ইসলাম

প্রকাশিত: ১২:০৫, ২৪ মার্চ ২০১৯

মৌলিক কমিউনিকেশন সম্মাননা পেলেন মিজাহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মৌলিক নাট্যদলের অঙ্গ সংগঠন ‘মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন তৃতীয় বর্ষপুতি সম্মাননা-২০১৯’ পেলেন তরুণ কবি লেখক ও মোঃ মিজাহারুল ইসলাম। গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী ও সংস্কৃতিজন সংগ্রাম মিত্রর হাত থেকে মিজাহারুল ইসলামের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন আরেক কবি জি এম হারুন অর রশীদ। মেধাবী কবি মোঃ মিজাহারুল ইসলাম জন্ম ১৯৮৬ সালের পহেলা মার্চ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে। ২০০৮ সালে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) এবং ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। বর্তমানে তিনি ফেঞ্চুগঞ্জে সাব-রেজিস্ট্রার পদে কমর্রত। মোঃ মিজাহারুল ইসলাম ও উম্মে সালিক রুমাইয়া দম্পতির একমাত্র কন্যা মাহজাবিন সায়র মৃন্ময়ী। ‘মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন তৃতীয় বর্ষপুতি সম্মাননা-২০১৯’ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধু-স্বজন ও তার গুণগ্রাহীরা।
×