ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা;###;সুধীর বরণ মাঝি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ১২:৩৯, ২৪ মার্চ ২০১৯

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ দ্বিতীয় অধ্যায় প্রস্তুতি-২ বহুনির্বাচনী-৩০ ১২। অপারেশন সার্চলাইট অনুযায়ী হানাদার সৈন্যদের প্রাথমিক দায়িত্ব ছিল- (র) ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণ করা (রর) বঙ্গবন্ধুকে গ্রেফতার করা (ররর) টেলিফোন এক্সচেঞ্জ,রেডিও-টেলিভিশন নিয়ন্ত্রণ করা। (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। ’এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’- বঙ্গবন্ধুর এই উক্তিটির মাধ্যমে ফুটে উঠেছে- (র) বাংলার জনগণের মুক্তির ডাক (রর) পাকিস্তানিদের শাসন- শোষণকে জোরদার করার ডাক (ররর) বাংলার স্বাধীনতা অর্জনের আহ্বান। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে? (ক) প্রেরণা (খ) স্বাধীন ইচ্ছা (গ) দাবী (ঘ) সাহস। ১৫। বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করেন ? (ক) ২৫মার্চ ১৯৭১ (খ) ২৬মার্চ ১৯৭১ (গ) ৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ এপ্রিল ১৯৭১। ১৬। অসহযোগ আন্দোলনকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় বলা হয়। এর সঠিক কারণ- (র) জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ (রর) স্বাধীনতার চেতনার উন্মেষ (ররর) পাকিস্তানি শাসকদের শোষণের তীব্র প্রতিবাদ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। ঢাকার বাইরে আপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে? (ক) টিক্কা খান (খ) জুলফিকার আলী ভুট্টো (গ) ইয়াইয়া খান (ঘ) খাদিম হোসেন রাজা । ১৮। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন- (ক) তাজউদ্দিন আহমদ (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) অধ্যাপক ইউসুফ আলী। ১৯। কখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ? (ক) ৩ মার্চ ১৯৭১ (খ) ১০ মার্চ ১৯৭১ (গ) ১৩ মার্চ ১৯৭১ (ঘ) ১৭ মার্চ ১৯৭১। ২০। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যথাযথ কারণ হলো- (র) সামরিক অফিসারদের চাপ (রর) ইয়াইয়ার ষড়যন্ত্র (ররর) ১৯৭০-এর নির্বাচন পরবর্তী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ২১। যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে? (ক) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর (খ) ১৯৭১ সালের ১০ ডিসেম্বর (গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর (ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর । ২২। বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছেনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি? (ক) ভাষা আন্দোলন (খ) ১৯৫৪ সালের নির্বাচন (গ) ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান (ঘ) ১৯৭০ সালের নির্বাচন । উত্তর ঃ ১২(ঘ), ১৩(গ), ১৪(ক), ১৫(খ), ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(খ), ১৯(ক), ২০(খ), ২১(গ), ২২(ঘ)।
×