ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লোকসভায় বারানসির আসনে মোদির বিরুদ্ধে লড়বেন ১১১ কৃষক

প্রকাশিত: ১৩:০৭, ২৪ মার্চ ২০১৯

 লোকসভায় বারানসির আসনে মোদির বিরুদ্ধে লড়বেন ১১১ কৃষক

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের তামিল নাড়ুর ১১১ জন কৃষক লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি থেকে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানিয়েছেন রাজ্যটির কৃষক নেতা পি আইয়াকান্নু। তাদের দাবি দৃষ্টিগোচর করতে ভারতের রাজধানীতে প্রতিবাদ করার পর তামিল নাড়ুর কৃষকরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামার পরিকল্পনা করেছেন। খবর এনডিটিভির। আইয়াকান্নু সাউথ ইন্ডিয়ান রিভার্স ইন্টারলিংকিং ফার্মার্স এ্যাসোসিয়েশনেরও সভাপতি। এর আগে ২০১৭ সালে দিল্লীতে কৃষকদের ১০০ দিনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ‘কৃষিপণ্যের জন লাভজনক দাম’সহ তাদের দাবিগুলো পূরণ করা হবে, বিজেপির নির্বাচনী ইশতাহারে এমন ঘোষণা সংযুক্তের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতেই উত্তর প্রদেশের এ আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, যে মুহূর্তে তারা তাদের ইশতাহারে এটা নিশ্চিত করবে যে আমাদের দাবি পূরণ করা হবে, আমরা মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বাদ দিব। যদি এটা না করা হয় তাহলে তারা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
×