ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিমান ছিনতাই

পলাশের পরিবারের ১০ সদস্যকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১৩:১৫, ২৪ মার্চ ২০১৯

পলাশের  পরিবারের  ১০ সদস্যকে  জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহম্মেদের বাবা-মা, আত্মীয়স্বজনসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিএমপির কাউন্টার টেরোরিজমের একটি দল। এ ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা রাজেশ বড়ুয়া। শনিবার রাত ৭টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় পলাশের বাড়িতে যায়। এ সময় তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেণু বেগম, চাচা দ্বীন ইসলামসহ আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেন। তারা পলাশের ছোট থেকে বেড়ে ওঠা, স্কুল-কলেজের তথ্য, তার কর্মজীবন, অতীত কর্মকা-, চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করাসহ নানা বিষয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত আড়াই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারী সিএমপির কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, আমরা নিহত পলাশের বাবা-মা, বোন প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। পলাশ সম্পর্কে আমরা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। এদিকে পলাশের বাবা পিয়ার জাহান জানান, কর্মকর্তারা পলাশের বিভিন্ন বিষয়ে আমার স্ত্রী, মেয়ে, প্রতিবেশীসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছে, পলাশ কোথায় পড়াশোনা করেছে, সে ঢাকায় কোথায় থাকত। পলাশ গত ২২ ফেব্রুয়ারি দুবাই যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল বলে সেসব বিষয়ে জানতে চেয়েছে। আমরা তাদের সব কিছু বলেছি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূর পঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে পলাশ আহম্মেদ নিহত হয়।
×