ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট নিয়ে নতুন গণভোটের দাবিতে লন্ডনে লাখো মানুষের মিছিল

প্রকাশিত: ১৩:৪৪, ২৪ মার্চ ২০১৯

 ব্রেক্সিট নিয়ে নতুন গণভোটের দাবিতে লন্ডনে লাখো মানুষের মিছিল

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কোচ্ছেদে প্রশ্ন নতুন করে গণভোট আয়োজনের দাবিতে লন্ডনে লাখো মানুষ মিছিল করেছে। সেন্ট্রাল লন্ডনে শনিবার আয়োজিত ওই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। একটিতে লেখা ছিল, ‘সবচেয়ে ভাল চুক্তি ব্রেক্সিট না হওয়া’। আরেকটিতে লেখা ছিল, ‘আমরা একটি গণভোটের দাবি করছি’। খবর ইয়াহু নিউজের। ‘জনগণের হাতে ছেড়ে দাও’ শিরোনামে এই সমাবেশের আয়োজকদের দাবি, ১০ লাখের বেশি মানুষ মিছিলে অংশ নিয়েছে। মিছিলটি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের সামনে দিয়ে যায়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার কথা ছিল। কিন্তু এখন সম্পর্কোচ্ছেদের রূপরেখা নিয়ে কোন চুক্তিতে উপনীত হতে পারেনি দেশটি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে দুইবার তার খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্ট ভোটের আয়োজন করেছিলেন; দুইবার তা বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়। মে যে কোন মূল্যে ব্রেক্সিট চুক্তি চাইছেন। অন্যদিকে ইইউ নেতরাও চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে নন। সংকটময় এ পরিস্থিতিতে মের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্পর্কোচ্ছেদের চুক্তি চূড়ান্ত করতে ইইউ নেতারা মেকে আরও দুই সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছেন। সুশৃঙ্খলভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার জন্য এটিই মে’র শেষ সুযোগ বলে শুক্রবার বর্ণনা করেন ইইউ নেতারা।
×