ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলম্বিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ২৩:৫২, ২৪ মার্চ ২০১৯

কলম্বিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। শনিবার স্থানীয় সময় মধ্য বিকালে দেশটির দক্ষিণ মেডেলিন শহর থেকে ৩২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এল ডোবিও এলাকা থেকে এ ভূকম্পনের উৎপত্তি হয়েছে। খবরে বলা হয়, ভূমিকম্পে স্থানীয় ভবনগুলোতে ঝাঁকি অনুভূত হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় অধিবাসীরা। ভূমিকম্পে দেশটির রাজধানী বোগোতাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।
×