ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিল্মফেয়ারে সেরা প্রেমিক-প্রেমিকা

প্রকাশিত: ০০:১৫, ২৪ মার্চ ২০১৯

ফিল্মফেয়ারে সেরা প্রেমিক-প্রেমিকা

অনলাইন ডেস্ক ॥ ৬৪তম ফিল্মফেয়ারে বাজিমাত করলেন প্রেমিক-প্রেমিকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনেই জিতে নিয়েছেন সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। এর মধ্যে রণবীর কাপুর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ ছবির জন্য। মুক্তির আগে থেকেই বলিউডের আলোচিত, সমালোচিত ও বিতর্কিত নায়ক সঞ্জয় দত্তের জীবনীর ওপর নির্মিত রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ নিয়ে ব্যাপক আলোচনা ছিল। মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছিল রণবীরের অভিনয়ও। শনিবার রাতে তারই স্বীকৃতি পেলেন ঋষি কাপুর-পুত্র রণবীর কাপুর। এ বিভাগে এবার মনোনয়ন পেয়েছিলেন অক্ষয় কুমার (প্যাডম্যান), আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন), রাজকুমার রাও (স্ত্রী), রণবীর কাপুর (সঞ্জু), রণবীর সিং (পদ্মাবত), শাহরুখ খান (জিরো)। সবাই হারিয়ে বিজয়ের হাসিটা দিলেন ‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর। সেরা অভিনেতা হিসেবে এটি তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার। অন্যদিকে আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘রাজি’ ছবির জন্য। সেরা অভিনেত্রী হিসেবে আলিয়ার এটি দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার। এ বিভাগে আলিয়ার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন দীপিকা পাডুকোন (পদ্মাবত), নীনা গুপ্তা (বাধাই হো), রানি মুখার্জী (হিচকি) ও টাবু (অন্ধাধুন)। বাঘা এসব অভিনেত্রীদের হারিয়ে সেরা হয়েছেন মহেশ ভাট-কন্যা আলিয়া। তবে শুধু আলিয়া নয়, সেরা ছবির পুরস্কারও জিতেছে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’। এছাড়া গুলজার বাগিয়ে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। পেয়েছে আরও কয়েকটি পুরস্কার। ‘রাজি’ ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। ছবির কেন্দ্রীয় চরিত্র কাশ্মীরের মুসলিম তরুণী সেহমতের ভূমিকায় অভিনয় করেন আলিয়া। আরও যারা পুরস্কৃত হলেন সেরা অভিনেতা (সমালোচক)- রণবীর সিং, ‘পদ্মাবত’ ছবির জন্য। সেরা অভিনেত্রী (সমালোচক)- নীনা গুপ্তা, ‘বাধাই হো’ ছবির জন্য। সেরা সিনেমা (সমালোচক)- শ্রীরাম রাঘবন, ‘আন্ধাখুন’ ছবির জন্য। সেরা সহ-অভিনেতা- ভিকি কৌশল (সঞ্জু) ও গজরাজ রাও (বাধাই হো)। সেরা সহ-অভিনেত্রী- সুরেখা শিখরি (বাধাই হো)। সেরা মৌলিক গল্প- অনুভব সিনহা, ‘মুলক’ ছবির জন্য। সেরা নবাগত অভিনেতা- ইশান খট্টর, ‘বেয়ন্ড দ্য ক্লাউড’ ছবির জন্য। সেরা নবাগতা অভিনেত্রী- সারা আলি খান, ‘কেদারনাথ’ ছবির জন্য। সেরা নবাগত পরিচালক- অমর কৌশিক, ‘স্ত্রী’ ছবির জন্য। সেরা গায়ক- অরিজিৎ সিং, ‘রাজি’ ছবির ‘এ উঠা’ গানটির জন্য। সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল, ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমার’ গানটির জন্য। সেরা গীতিকার- গুলজার, ‘রাজি’ ছবির ‘এ উঠা’ গানটির জন্য। সেরা নৃত্য পরিচালক- ক্রুতি মহেশ মিদ্যা এবং জ্যোতি, ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমার’ গানটির জন্য। সেরা মিউজিক অ্যালবাম- সঞ্জয় লীলা বানসালি, ‘পদ্মাবত’ ছবির জন্য। সেরা ভেএফএক্স- শাহরুখ খানের মালিকানাধীন রেড চিলিস এফএক্স, ‘জিরো’ ছবির জন্য। সেরা সম্পাদনা- পুজা লাধা সুরতি, ‘আন্ধাখুন’ ছবির জন্য। সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক- ড্যানিয়েল জর্জ, ‘আন্ধাখুন’ ছবির জন্য। সেরা কস্টিউম- শেতাল শর্মা, ‘মান্তো’ ছবির জন্য। সেরা প্রোডাকশন ডিজাইন- ‘নিতিন জিহানি চৌধুরী এবং রাজেশ যাদব, ‘তুমবাদ’ ছবির জন্য। সেরা সিনেম্যাটোগ্রাফি- পঙ্কজ কুমার, ‘তুমবাদ’ ছবির জন্য। সেরা সাউন্ড ডিজাইন- কুনাল শর্মা, ‘তুমবাদ’ ছবির জন্য। সেরা অ্যাকশন- বিক্রম দাহিয়া এবং সুনীল রদ্রিগেজ, ‘মুকাবাজ’।
×