ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে ভোটদিতে পেরে খুশি সাধারণ ভোটাররা

প্রকাশিত: ০৩:৪১, ২৪ মার্চ ২০১৯

উৎসবমুখর পরিবেশে ভোটদিতে পেরে খুশি সাধারণ ভোটাররা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জেলার উজিরপুর উপজেলায় আজ রবিবার তৃতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রে আজ সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনরকম ভয়ভীতি ছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ ভোটাররা। জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে উজিরপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শিকদার বাচ্চু বেলা সাড়ে এগারোটার দিকে সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। অপরদিকে দুপুর বারোটার দিকে কাপ-পিচির মার্কার আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ইকবাল ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ওটরা ইউনিয়নের নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। ভোটবর্জনকে ব্যক্তিত্বহীনতা উল্লেখ করে তিনি তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়াসহ ভোটের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
×