ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় এখনও অধিকাংশ জেলেরা বিশেষ ভিজিএফএর চাল পায়নি

প্রকাশিত: ০৩:৪২, ২৪ মার্চ ২০১৯

কলাপাড়ায় এখনও অধিকাংশ জেলেরা বিশেষ ভিজিএফএর চাল পায়নি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ উপকূলীয় সাগরপাড়ের জনপদ কলাপাড়ার অধিকাংশ জেলেরা এখন পর্যন্ত বিশেষ ভিজিএফএর চাল পায়নি। জনপ্রতিনিধিদের গাফিলতির কারণে জেলেরা মাছ ধরা থেকে বিরতকালীন সময় সরকারের চাল বিতরণের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ১২ ইউনিয়ন একটি পৌরসভার ছয় হাজার ৯৫ জন জেলে ফি মাসে ৪০ কেজি করে মোট চার মাস এ চাল পাওয়ার কথা। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এ চাল জেলেদের বিতরণের জন্য সরকারিভাবে ইউপি চেয়ারম্যানদের ফেব্রুয়ারি মাসের বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু খাদ্য গুদাম থেকে এখন পর্যন্ত চাকামইয়া, লালুয়া ও ধানখালী তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা ফেব্রুয়ারি মাসের চাল উত্তোলন করেছেন। বাকিসব ইউনিয়নের চাল উত্তোলন না করায় বেকার থাকা জেলে পরিবারের সদস্যরা সরকারের দেয়া বিশেষ ভিজিএফএর চাল পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। মাছ ধরা বন্ধ। বেকার থাকায় জেলে পরিবারে এখন খাদ্য সঙ্কট চলছে। একাধিক চেযারম্যান জানান, উপজেলা নির্বাচনসহ বিশেষ কাজে ব্যস্ত থাকায় এ চাল উত্তোলন করা হয়নি। তবে দুই একদিনের মধ্যে চাল উত্তোলন করে বিতরণ করবেন। কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি নুরু মিয়া জানান, জেলেদের এখন ঠিকই কষ্ট হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই চাল পাবেন বলে শুনেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, সকল চেয়ারম্যানদের চাল উত্তোলন করে বিতরনের নির্দেশনা দেয়া হয়েছে।
×