ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে : ইসি সচিব

প্রকাশিত: ০৭:১৩, ২৪ মার্চ ২০১৯

শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে :   ইসি সচিব

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা কোন ব্যাপার না। তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিষয়টি হলো শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ। আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হেলালুদ্দিন আহমদ বলেন, উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ পড়েছে। তৃতীয় ধাপে আমার আশা করছি ৪৫ শতাংশ হবে ভোট পড়বে। সচিব সাংবাদিকেদের বলেন, একটি রাজনৈতিক দল ভোটে আসেনি। অপরদিকে ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য তাদের প্রচার আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না সেটা দেখা। পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে।
×