ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

॥ পান্না কায়সার ॥

২৫ মার্চ -অবিমিশ্র বেদনায় গর্বিত

প্রকাশিত: ০৮:৫৪, ২৫ মার্চ ২০১৯

 ২৫ মার্চ -অবিমিশ্র বেদনায় গর্বিত

২৫ মার্চের কাল রাত স্মৃতি অমলিন ২৯, বি. কে গাঙ্গুলী লেনের সে-ই বাড়িটি কেঁপে কেঁপে উঠেছে মর্টার মেশিন গানের বিকট শব্দে !! মানুষের আর্ত চিৎকার শহীদ মিনার ভাঙ্গনের স্পষ্ট শব্দ... জগন্নাথ হলে মর্টার মেশিন গানের শব্দ ছাত্র-শিক্ষকদের আর্ত চিৎকার হায়েনাদের বুটের তলায় মিশে গেলো! আলুর বাজার পুরান ঢাকায় আগুনের ফুলকী মানুষের বাঁচার আর্ত চিৎকারে বাতাসও থেমে গেছে ২৯, বি. কে গাঙ্গুলীর বাড়ি কেঁপে কেঁপে উঠছে আগুন কী এ বাড়িতে-ও ???? আমরা উপর থেকে নিচে নেমে এলাম। প্রিয় মানুষটি কোথায়? বেঁচে আছে? নাকি নেই!!! আহা কী নিষ্ঠুর সময় দুঃসহ স্মৃতি .... সংবাদে ফোন জহুর মামাকে ফোন আরো কী ব্যর্থ চেষ্টা ভয় কষ্ট নিরাপদ আশ্রয়ের জন্য অস্থিরতা জ্বরের তাপে কাঁপছে ছোট মেয়েটি বাবার উষ্ণ কোল ছাড়া ঘুমায় না বাবাকে আসতে বলো বাবাকে এনে দাও বাবা কোথায়? কী করে বলি কেউ জানে না বাবা কোথায় বেঁচে আছে কী নেই কেউ জানে না মা কোরানে মাথা রেখে বিড় বিড় কী বলছেন জানি না। স্বার্থপরের মতো নিজের কথা ভাবলাম... আমি কী শূন্য পৃথিবীতে নিক্ষিপ্ত? আমার পৃথিবীটা ধূসর হয়ে গেলো? মেয়েকে কী সান্ত¡না দেবো? হঠাৎ রাত দুটোয় প্রিয় মানুষটির ফিরে আসা বিধ্বস্ত অবস্থা রাস্তায় ব্যারিকেট দিতে দিতে বাড়ি ফেরাÑ বর্ণনার পর বর্ণনা অচঞ্চল স্থির বার বার চিন্তার গভীরে চলে যাচ্ছে স্বার্থপরের মতো ভাবলাম যাক আমার প্রিয় মানুষটি ফিরে এলো আমি কী জানতাম- এ আসা ক্ষণিকের। চলে যাবে একদিন দূরে বহু দূরে আর ফিরবে না কোনদিন ২৫ শের কাল রাতের লোমহর্ষক স্মৃতি ক্ষরণে রক্ত স্রোতে স্মৃতি এখন আমাকে করে গর্বিতা নারী বড় কিছু পেতে হলে বড় কিছু দিতে হয় বাঙালি আজ সত্য সুন্দর কল্যাণের অগ্রযাত্রী, পেয়েছি স্বাধীনতা পেয়েছি সংবিধান নিজ ভূখণ্ডে শান্তির বাস। প্রিয় মানুষটি জড়িয়ে আছে লাল সবুজ পতাকায় নিত্য যার সঙ্গে বাস করা। লেখক : শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য
×