ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ০৮:৫৪, ২৪ মার্চ ২০১৯

দিনাজপুরে দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় নিহত  ২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সদরে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক নিহত হন। এ ঘটনা আহত ৩জনের মধ্যে শহিদুল ইসলাম (৪৮) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। আহত বেলাল হোসেন (৫২) ও স্বাধীন (২৮)-কে দিনাজপ্রু এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, রোববার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলী বীজ খামারের সম্মুখের সড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক গোলাম মোস্তফা (৫১) ঘটনাস্থলে মারা যায়। নিহত গোলাম মোস্তফা জয়পুরহাট সদর উপজেলার দোগাছী গ্রামের আফাজউদ্দীনের পুত্র। এবং নিহত শহিদুল ইসলামের ঠিকানা জানা যায়নি। সদর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিনাজপুর সদর উপজেলার নশিপুর জামতলীতে সামনের চাকা বাস্ট হয়ে ঘটনাস্থলে বিকল অবস্থায় ছিল। ট্রাকের চালক ও হেলপাররা চাকাটি পরিবর্তনের কাজ করছিল। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া একটি মাছের ট্রাক বিকল ট্রাকটিকে সামনে দিকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপাররা ছিটকে রাস্তায় পরে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় কবলিত ট্রাক ২টি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
×