ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড পেলেন শিল্পী শাপলা পাল

প্রকাশিত: ০৯:০৪, ২৫ মার্চ ২০১৯

 সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড পেলেন শিল্পী শাপলা পাল

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের অন্যতম সঙ্গীতশিল্পী শাপলা পাল। সম্প্রতি ‘১৫তম সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড -২০১৯’ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধীদলীয় চীফ হুইফ মসিউর রহমান রাঙা এমপির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে শাপলা পাল বলেন সম্মাননা পেতে সব সময়ই ভাল লাগে। তাছাড়া সাঁকো টেলিফিল্মের সম্মাননা পেয়ে আরও বেশি ভাল লাগছে। এ অনুষ্ঠানে শেখ সাদী খানকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন অধ্যাপক ড. নাশিদ কামাল, ইফফাত আরা নার্গিস, গীতিকার দেওয়ান নজরুল, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। বিশেষ জুরি বোর্ডে সঙ্গীত সম্মাননায় ভূষিত হয়েছেন শারমিন দিপু, প্রিয়াঙ্কা বিশ্বাস, হৈমন্তী রক্ষিত মান, এস বি সুমিসহ প্রমুখ। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও মানবকণ্ঠ। চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত শিল্পী শাপলা পালের ২০১৮ সালে ‘স্বপ্নতরী’ নামে একক এ্যালবাম প্রকাশ হয়েছে। এ ছাড়া ‘অজানা ভালবাসা’, ‘মাঝ রাতে চাঁদ’ ও ‘মনে সীমানা’ তিনটি মিক্সড এ্যালবামে গান গেয়েছেন তিনি। চট্টগ্রামের সন্তান শাপলা পাল সঙ্গীত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন। এর মধ্যে ২০১৪ সালে সেরাকণ্ঠ প্রতিযোগিতায় সেরা ১৫তম স্থানে উঠে এসেছিলেন। শাপলা পাল চট্টগ্রামের নদী, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই বেড়ে উঠেছেন। সেখানেই বেঁধেছেন গানের সুর। বাবা বিমল পাল ও মা সঞ্জু পাল। বিশেষ করে মায়ের কণ্ঠে শুনে গানের প্রতি ভালবাসা জন্মে। তাই ছোটবেলায় মা’র কাছেই গানে হাতেখড়ি হয় তার। এরপর রাখাল নন্দীর কাছে আনুষ্ঠানিকভাবে গানে তালিম নেন। পর্যায়ক্রমে রাজেশ সাহা, আব্দুর রহিম, সরবন্ধু অশোক চৌধুরী ও সুজিত মোস্তফার মত ব্যক্তিবর্গের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। তাদের অকৃত্রিম স্নেহ আর শিক্ষা শাপলার সঙ্গীতচর্চার পথ অনেকটাই মসৃণ ও সুন্দর হয়েছে। শাপলা মনে করে এমন গুণীদের কাছে সঙ্গীতে তালিম পাওয়া ভাগ্যের ব্যাপার। তাদের হাত ধরে দেশের বিভিন্ন মঞ্চের পাশাপাশি দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল নিয়মিত গান করে। গান নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া ভ্রমণ করেছেন। প্রশংসিত হয়েছেন। সংসার আর পড়াশোনার পাশাপাশি এই গানকে সঙ্গী করেই কাটে তার সময়। সঙ্গীত ক্যারিয়ারে বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে বেশ কিছু সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে শেখ রাসেল স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু শিশু পুরস্কার, সিটি কর্পোরেশন পুরস্কার, নবীন মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ বিভাগীয় চ্যাম্পিয়ন (নজরুল ও দেশের গান, আমরা কুঁড়ি এ্যাওয়ার্ড ২০১৭, জাতীয় স্মৃতি এ্যাওয়ার্ড ২০১৭, ‘পাঠশালা’ সম্মাননা স্মারক ২০১৯ প্রভৃতি। আগামীতে নতুন কি এ্যালবাম আসছে এই প্রসঙ্গে শাপলা পাল বলেন আপাতত কোন সলো এ্যালবাম করছি না। তবে অচিরেই একটি সিঙ্গেল ট্রাক গাইব। সঙ্গীত চর্চার ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এ প্রসঙ্গে শাপলা বলেন এ পর্যন্ত কোন সমস্যার সম্মুখীন হইনি ভবিষ্যতে ভাল ভাল কাজ করতে চাই। চলচ্চিত্রে প্লেব্যাক করতে চাই। এ ছাড়া একটা গানের স্কুল করতে চাই। বিশেষ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে চাই। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি। শিল্পী শাপলা বলেন, আমি মূলত নজরুলসঙ্গীত করি। এখনও নজরুলসঙ্গীত আর ক্ল্যাসিক্যালের ওপর তালিম নিচ্ছি। এর পাশাপাশি আধুনিক আর পুরনো দিনের বাংলা আর হিন্দী গানগুলো গাইতে ভালবাসি। তার সাফল্যের ঝুলিতে যোগ হয়েছে অনেক প্রাপ্তি। শাপলা বলেন, গান আমার নেশা। গানের প্রতি ভালবাসা থেকেই আমি গান করে যেতে চাই। পরিবারের মানুষের এই সাপোর্ট এবং শ্রোতা-দর্শকদের ভালবাসা নিয়ে আজীবন কাজ করে যেতে চান এই শিল্পী। তার জন্য শুভ কামনা।
×