ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পুরস্কৃত শাওন চৌধুরী

প্রকাশিত: ০৯:০৫, ২৫ মার্চ ২০১৯

 ভারতে পুরস্কৃত শাওন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ভারতের কোলকাতা থেকে সাহিত্য পুরস্কার অর্জন করেছেন সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী। শিল্প-সাহিত্যের মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষ্যে গত ৯ এবং ১০ মার্চ ভারতের কোলকাতায় অনুষ্ঠিত হলো আন্তদেশীয় মৈত্রী সাহিত্য উৎসব ২০১৯। এ সাহিত্য উৎসবে শাওন চৌধুরীর মৌলিক ইংরেজী কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজড সোল’ আন্তর্জাতিক মৈত্রী সম্মাননা ২০১৯ এ ভূষিত হয়েছে। সাহিত্য উৎসবটির আয়োজন করে ভারতের ১৫টি স্বনামধন্য সাহিত্য সংগঠন। উক্ত সাহিত্য উৎসবে যোগ দেন ভারতের দুই শতাধিক এবং বাংলাদেশের প্রায় পঞ্চাশ জন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক। সাহিত্য উৎসবের উদ্বোধন করেন সাবেক রাজ্যপাল এবং প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাওন চৌধুরী বলেন সাহিত্য এবং সঙ্গীত সংস্কৃতির দু’টি শাখা। আমি উভয় শাখাতেই কাজ করতে ভালবাসি। ভারত থেকে পাওয়া আমার এই পুরস্কার আমাকে নি:সন্দেহে অধিকতর ভাল লেখায় উদ্বুদ্ধ করবে। প্রসঙ্গত, নিয়মিত সঙ্গীত সাধনার পাশাপাশি শাওন চৌধুরী সাহিত্য চর্চায়ও নিয়োজিত। ইংরেজী সাহিত্যে পড়া এই শিল্পীর মৌলিক ইংরেজী কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজড সোল’ ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় য়ারোয়া প্রকাশনী থেকে প্রকাশ হয়।
×