ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৩, ২৫ মার্চ ২০১৯

 সারিয়াকান্দিতে  অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ সারিয়াকান্দি উপজেলায় যমুনার দুর্গম চরে অভিযান চালিয়ে শনিবার রাতে র‌্যাব কাটারাইফেল ও ধারাল অস্ত্রসহ জামাল শেখ ওরফে জামাল (৪৮) ডাকাত নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে একটি ওয়ান শূটার পাইপগান, একটি কাটারাইফেল, একটি চাপাতি, ২টি হাঁসুয়া এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-১২ জানায়, রাত আড়াইটার দিকে র‌্যাব সদস্যরা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চর এলাকা শিমুলতাইড় গুচ্ছগ্রামে অভিযান চালায়। সেখানকার একটি টিনের চালাঘরে ডাকাত জামাল অবস্থান করছিল। র‌্যাব সদস্যরা এ সময় দীর্ঘদিন ধরে পলাতক একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার আসামি জামালকে অস্ত্রসহ আটক করে। র‌্যাব জানায়, জামালের ১০/১৫ জনের বাহিনী রয়েছে। এই ডাকাত দল সারিয়াকান্দি, সোনাতলা ছাড়াও পাশের সাঘাটা ও মাদারগঞ্জের চর এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতিসহ অপহরণ ও নানা অপকর্ম চালিয়ে আসছিল। তার এসব সন্ত্রাসী কর্মকা-ে এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত ছিল। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে কয়েকটি মামলা রয়েছে।
×