ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কৃষি ভার্সিটিতে সামার টার্মের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৯:১৪, ২৫ মার্চ ২০১৯

 বঙ্গবন্ধু কৃষি ভার্সিটিতে সামার টার্মের  ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন রবিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সামার-১৯ টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি), ডিভিএম এবং এমএস ও পিএইচডির ছাত্রছাত্রীদের ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এম. ময়নুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. এ আর এম সোলাইমান, প্রভোস্ট ড. ইমরুল কায়েস এবং প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান বক্তৃতা করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে নর্থ আমেরিকান কোর্স-ক্রেডিট পদ্ধতিতে শিক্ষা প্রদান এবং একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন ও ফলাফল প্রকাশ করা হয় ফলে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে চাকরিতে প্রবেশ করতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভর্তিকৃত ছাত্রছাত্রী, অভিভাবকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
×