ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নান্দাইলে অপহৃত মাদ্রাসার ছাত্র গফরগাঁওয়ে উদ্ধার

প্রকাশিত: ০৯:১৬, ২৫ মার্চ ২০১৯

 নান্দাইলে অপহৃত  মাদ্রাসার ছাত্র  গফরগাঁওয়ে  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৪ মার্চ ॥ নান্দাইল থেকে অপহৃত মাদ্রাসার ছাত্র মোঃ উমর ফারুককে রবিবার সকাল সাড়ে দশটায় ট্রেন যাত্রীরা উদ্ধার করে গফরগাঁও রেলওয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, নান্দাইল উপজেলার মুসলি ইউনিয়নের কামালপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোঃ উমর ফারুক (১২) আলালপুর কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের (দ্বিতীয় শ্রেণীর) ছাত্র। সে গত শনিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে পথ ভুলে গৌরীপুর চলে যায়। ঐ দিন বিকেলে দুর্গাপুর উপজেলায় ঠাকুরবাড়িকান্দা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে রুকুন উদ্দিন (৪৮) ঢাকায় একটি ফেক্টরিতে তাকে কাজ দেয়ার কথা বলে ফুঁসলিয়ে গৌরীপুর রেলস্টেশনে নিয়ে আসে। উমর ফারুক জানায়, অপরিচিত লোকটি রাতে আমাকে কিছু খাওয়ানোর পর থেকেই আমি কিছু বলতে পারছিলাম না। সেখান থেকে রবিবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ থেকে ওঠে। ট্রেন ছাড়ার পর থেকেই মাদ্রাসার ছাত্রের কান্নাকাটিতে যাত্রীদের সন্দেহ হয়। সকাল সাড়ে ১০টায় ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি করলে যাত্রীরা শিশুসহ অপহরণকারীকে গফরগাঁও রেলওয়ে পুলিশে সোপর্দ করে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল হাসেম বলেন, যাত্রীদের সন্দেহ হওয়ায় অপহরণকারী রুকুন উদ্দিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ময়মনসিংহ জি.আর.পি থানায় প্রেরণ করা হয়েছে।
×