ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৫, ২৫ মার্চ ২০১৯

 ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে শিক্ষার্থীদের  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৪ মার্চ ॥ শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষক ও অর্ধ সহস্র্রাধিক শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খোকনের বিরুদ্ধে এ মানববন্ধন পালিত হয়। এ সময় শিক্ষক এবং অভিভাবকরাও অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত ২১ মার্চ শ্রীরামপুরে এক ব্যক্তির অনুষ্ঠিত একটি জানাজায় পটুয়াখালী উপজেলা পরিষদের প্রভাবশালী এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পক্ষে ভোট প্রার্থনার ঘোষণা দিতে চাইলে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল করিম আপত্তি জানায়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খোকন ওই শিক্ষককের ওপর ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রবিবার চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। লাঞ্ছিত শিক্ষক রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার চেয়ারম্যানের চাচা গোলাম মোস্তাফা মারা গেলে তার জানাজায় গ্রামবাসীর সঙ্গে আমি শামিল হই। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম মৃধা উক্ত জানাজায় তার নির্বাচনী প্রচারণা করতে চাইলে আমি তাতে নিষেধ করে বলি এটা সামাজিকভাবে দৃষ্টিকটু। জানা যায়, নির্বাচনী প্রচার করা যায় না। এ ঘটনার রেশ ধরে চেয়ারম্যান খোকন আমাকে কয়েক হাজার মানুষের সামনে অকথ্য ভাষায় গালাগালি করেন।
×