ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৯:২৬, ২৫ মার্চ ২০১৯

 চট্টগ্রামে কোটি  টাকার ইয়াবাসহ  গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর বন্দর থানার নিমতলী বিশ্বরোড এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৩ হাজার ৬২০ ইয়াবা ট্যাবলেট ও ২ জনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা। রবিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, গ্রেফতার দু’জনের নাম সোহেল (২৮) ও মোঃ সেলিম ওরফে হোসাইন (৩৫)। এরমধ্যে প্রথম জনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সেহাদর গ্রামে। শেষোক্তজন কুমিল্লার দেবীদ্বার থানার বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি করে এ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব সেভেনের সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ মাশকুর রহমান জানান, কক্সবাজার থেকে ট্রাকে পণ্যের আড়ালে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নিমতলী বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। গতিবিধি সন্দেহজনক ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ধাওয়া দিয়ে আটক করা হয়। ট্রাকে থাকা সোহেল ও সেলিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তারপর ট্রাকের বিভিন্ন অংশে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
×