ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘প্রধান কার্যালয়ে বদলিতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার’

প্রকাশিত: ০৯:৩১, ২৫ মার্চ ২০১৯

 ‘প্রধান কার্যালয়ে বদলিতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার’

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও সংস্থায় সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের ঢাকা এবং নিজ জেলা-উপজেলায় বাইরে দায়িত্ব দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। একইসঙ্গে শুধুমাত্র দক্ষ ও সৎ সিনিয়র কর্মকর্তাদের ঢাকার প্রধান কার্যালয়সহ বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দিয়েছেন তিনি। রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাণিসম্পদ উপ-খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) মূল্যায়ন সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশ দেন। এ সময় বিভিন্নস্থানে বদলির ক্ষেত্রে কোন তদবিরকে প্রশ্রয় না দেয়ার জন্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। জানা গেছে, সভায় প্রাণিসম্পদ অধিদফতরের প্রায় ৩৪১ কোটি টাকার ১৬টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রায় ৩১ কোটি টাকার ৬টি এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রায় সাড়ে ৭ কোটি টাকার ১টিসহ মোট ২৩ প্রকল্পের কাজের অগ্রগতির মূল্যায়ন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩টি অধিদফতর ও সংস্থার জন্য ২০১৮-১৯ অর্থবছরে ৪৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার জন্য বরাদ্দ আছে প্রায় ৮১৯ কোটি টাকা। এর মধ্যে চলতি ফেব্রুয়ারি ১৯ পর্যন্ত ব্যয় হয়েছে মোট প্রায় ৩৪৮ কোটি টাকা। বিগত ২০১৭-১৮ অর্থবছরে ৪৭টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৯৮৯ কোটি টাকা এবং একই সময়ে ব্যয় হয়েছিল সমপরিমাণ অর্থ অর্থাৎ ৩৪৮ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে প্রাণী উপ-খাতের ২৩টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ প্রায় ৩৭৯ কোটি টাকা এবং এ খাতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১৬৯ কোটি টাকা। আর বিগত অর্থবছরে এই উপ-খাতের ২১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল প্রায় ৫০৩ কোটি টাকা এবং একই সময়ে ব্যয় হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা।
×