ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট চালু

বিএসএমএমইউ ও টাটা মেমোরিয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ০৯:৩৩, ২৫ মার্চ ২০১৯

 বিএসএমএমইউ ও টাটা মেমোরিয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর

রক্তরোগসহ ব্লাডক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে বি ব্লকের ডাঃ মিল্টন হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল হান্নান এবং টাটা মেমোরিয়াল সেন্টারের পরিচালক (একাডেমিকস) প্রফেসর এস. বানাভালি ও প্যাথলজি বিভাগের অধ্যাপক সুমিত গুজরাল। সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবদুল আজিজ। হেমাটোলজি বিভাগের কার্যক্রম তুলে ধরেন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সালাহউদ্দীন শাহ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, ভারত ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল এবং স্বাধীনতার পরবর্তী সময়েও ভারত নানাভাবে বাংলাদেশকে সহায়তা করে আসছে। আজকের এই সমঝোতা স্মারক স্মাক্ষরও ভারতের সহায়তার অংশ বলেই আমি মনে করি। -বিজ্ঞপ্তি
×