ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মার্চ ২০১৯

 ফরিদপুরে আঞ্চলিক এসএমই পণ্য  মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার শুরু হয়েছে। শহরের ব্রাহ্মসমাজ সড়কে এ মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। রবিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী এ আঞ্চলিক মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুরের জেলাপ্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান প্রমুখ। এ মেলায় দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ৫০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। আগামী ৩০ মার্চ শেষ হবে মেলা।
×