ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাট রেলের আয় ৪৮ কোটি ৫৫ লাখ টাকা

প্রকাশিত: ০৯:৪১, ২৫ মার্চ ২০১৯

 লালমনিরহাট  রেলের আয় ৪৮ কোটি ৫৫  লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট রেল বিভাগে চলতি অর্থবছরে যাত্রী পরিবহন ও মালামাল খাতে রাজস্ব আয়ের পরিমাণ ৪৮ কোটি ৫৫ টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬ কোটি ৫০ লাখ টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৫ কোটি ৮৮ লাখ টাকার বেশি বলে লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা গেছে। গত ৮ মাসে শুধু বিশেষ টিকেট চেকিং অভিযান পরিচালনায় ১ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৭শ’ ৮৪ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় ১ লাখ ১৭ হাজার ৯শ’ ১৮ জন ব্যক্তিকে বিনা টিকেটে রেল ভ্রমণের অভিযোগে জরিমানা করা হয়। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের রেল ভ্রমণের প্রতি আগ্রহ বেড়েছে। এ কারণে প্রতি বছরেই রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরের তুলনায় এবারে লালমনিরহাট রেল বিভাগে ৫ কোটি ৮৮ লাখ টাকা বেশি অর্জিত হয়েছে বলে জানান, বিভাগীয় এ রেল কর্মকর্তা।
×