ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্থিক সঙ্কটে জেট এয়ার

প্রকাশিত: ০৯:৪১, ২৫ মার্চ ২০১৯

 আর্থিক সঙ্কটে  জেট এয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক সঙ্কটের কারণে কয়েকটি রুটে বিমান পরিচালনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের জেট এয়ারওয়েজ। জেট এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়, এক বিলিয়ন ডলারের ঋণের বোঝা তাদের ওপর। ব্যাংক লোন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, সরবরাহকারী প্রতিষ্ঠান এমনকি বিমানের সাধারণ পরিচালন ব্যয়ও তারা মিটাতে পারছে না। এদিকে মার্চের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে পাইলটরা আর জেট এয়ারের বিমান চালাবেন না বলে জানিয়েছেন। প্রতিষ্ঠানটির ১০০টি বিমান রয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ ৬০০ ও আন্তর্জাতিক ৩৮০টি রুটে বিমান পরিচালনা করছে জেট এয়ার।
×