ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনফিনিটি টেকনোলজির আইপিও বাতিল

প্রকাশিত: ০৯:৪২, ২৫ মার্চ ২০১৯

  ইনফিনিটি টেকনোলজির আইপিও বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য অনুমোদনের অপেক্ষায় থাকা ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনালের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা গত ১৯ মার্চ বিএসইসির উপ-পরিচালক মোঃ ফারুক হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ইনফিনিটি টেকনোলজি ও ইস্যু ম্যানেজার আইআইডিএফসি ক্যাপিটালকে লিখিতভাবে জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালের মে মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় ইনফিনিটি টেকনোলজির আইপিও বিষয়ে আপত্তি জানানো হয়। যা পরবর্তীতে বিএসইসিকে লিখিতভাবে জানানো হয়। শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে গত বছরের ১২ এপ্রিল ইনফিনিটি টেকনোলজির আইপিও আবেদন করে আইআইডিএফসি ক্যাপিটাল। তবে এই প্রক্রিয়া চলমান থাকাকালীনই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ৯ কোটি টাকার বোনাস শেয়ার ইস্যু করার জন্য বিএসইসিতে আবেদন করা হয়। যা পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর ৩(২)(সি) লঙ্ঘন। যে কারণে কোম্পানিটির আইপিও আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
×