ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন সংক্রান্ত অভিযোগ নেবে কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ মার্চ ২০১৯

 ডাকসু নির্বাচন  সংক্রান্ত অভিযোগ  নেবে কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তা লিখিতভাবে এ সংক্রান্ত তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের কাছে জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০১৯-এর বিষয়ে প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোন ব্যক্তির যদি আরও কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তা লিখিতভাবে তথ্য-প্রমাণাদিসহ নিজের বিস্তারিত পরিচয় (মোবাইল নম্বরসহ) উক্ত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাকসুদুর রহমানের কাছে আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটার মধ্যে প্রক্টর অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
×