ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিকৃবি ছাত্র নিহত হওয়ার ঘটনায় তিনদিনের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ মার্চ ২০১৯

 সিকৃবি ছাত্র নিহত  হওয়ার ঘটনায়   তিনদিনের  কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বাসচাপায় সিকৃবি ছাত্র ওয়াসিম আব্বাসকে হত্যার ঘটনায় তিনদিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় পরীক্ষা স্থগিত, ক্লাস বর্জনসহ সিকৃবি শিক্ষার্থীদের ৩ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার চার দিকে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনের সঙ্গে মুহিতের সংহতি প্রকাশ ॥ রবিবার দুপুরে ওয়াসিম আব্বাসের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন চৌহাট্টায় সড়ক অবরোধের মুখে পড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধে সাবেক অর্থমন্ত্রী মুহিতের গাড়ি ছাড়েননি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে, পরবর্তীতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখলে তার গাড়ি ছেড়ে দেয়া হয়।
×