ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাজাকে বিশ্বকাপে দেখতে চান পন্টিং

প্রকাশিত: ০৯:৫৯, ২৫ মার্চ ২০১৯

 খাজাকে বিশ্বকাপে দেখতে চান পন্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে পিছিয়ে পড়েও টানা তিন জয়ে ৩-২এ ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ধুঁকতে থাকা অসিদের এই পারফর্মেন্সে অনেকেই বিস্মিত হয়েছেন। জয় পাওয়া তিন ওয়ানডেতে ১০৪, ৯১ ও ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উসমান খাজা। ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করে হয়েছেন সিরিজসেরা। এমন পারফর্মেন্সের পর কারও বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এ মাসেই নিষেধাজ্ঞা শেষ হওয়া তুখোড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তন সেই সন্দেহটা তৈরি করছে। বিশ্বকাপে ওপেনিংয়ে ওয়ার্নার অটোমেটিক চয়েজ। আমিরাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা অধিনায়ক এ্যারন ফিঞ্চ নিজেও একজন ওপেনার। টপঅর্ডারে স্মিথের সঙ্গী ইনফর্ম শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। তাহলে কোপটা কি খাজার ওপরই পড়বে? তেমন কিছু হলে সবচেয়ে বেশি অবাক হবেন রিকি পন্টিং। যিনি আবার বিশ্বকাপে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে ব্যাটিং বিশেষজ্ঞের দায়িত্বে থাকবেন, ‘গত সিরিজে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে সে। খাজার পারফর্মেন্স দারুণ ছিল। অনেক চাপের মধ্যে খেলেছে সে। মাথা ঠা-া করে তিনটি বড় ইনিংস খেলেছে এবং দলের জয়ে অবদান রেখেছে। এর মাধ্যমে বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেছে খাজা। আমি চাইব বিশ্বকাপেও সে নিজের সেরা ফর্মে থাকুক। দলকে সাফল্য এনে দিতে তার অবদান খুব প্রয়োজন। খাজাকে বিশ্বকাপে না দেখলে আমি সত্যি খুব অবাক হব।’ ক্যারিয়ারের শুরু থেকে টেস্ট স্পেশালিস্টের ট্যাগ লেগে যাওয়া খাজার আসলে ভারত সফরে ওয়ানডেতে পুনর্জন্মই হয়েছে। ওয়ার্নার-স্মিথ ফিরলে খাজা কোন্ পজিশনে খেলবেন সেটা দেখিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী পন্টিং, ‘ওয়ার্নার এলে হয়তো খাজাকে তিনে নেমে যেতে হবে। তখন স্মিথ সম্ভবত চার কিংবা পাঁচে খেলবে।’ ভারত সফরে ওয়ানডের আগে ফিঞ্চের নেতৃত্বে টি২০ সিরিজে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করে অস্ট্রেলিয়া। স্মিথ ফিরলেও তাই ফিঞ্চকেই অধিনায়ক হিসেবে দেখতে চান পন্টিং, ‘স্মিথ দুর্দান্ত খেলোয়াড় ও অধিনায়ক। আমার মনে হয় স্মিথের ওপর অনেক নির্ভর করতেই হবে ফিঞ্চকে। ইতিবাচক দিক হলো, স্মিথের কাছ থেকে দলের প্রয়োজনে অনেক পরামর্শ নিতে পারবে সে। স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞার কঠিন এই সময়টাতে ফিঞ্চ দলকে গুছিয়ে এনেছে। বিশ্বকাপে নেতৃত্ব দাবিদার হয়ে উঠেছে।’ তবে ব্যাটিং পজিশন কিংবা নেতৃত্বÑ কোন বিষয়ে ফিঞ্চ নিজে কিন্তু সমস্যা দেখছেন না, ‘যদি আমাকে ছয়ে ব্যাটিং করতে হয় আমি খুবই স্বচ্ছন্দভাবে সেটা করতে রাজি আছি। যদি এটা টপঅর্ডারে তিন-চারেও হয় কোন সমস্যা নেই। ব্যক্তিগত পারফর্ম দিয়ে আমাদের এই দলকে বোঝা যাবে না। সবকিছুই আপনাকে দলের জন্য করতে হবে।’ ফিঞ্চের মতে দলের ভাল হবে এমন সবকিছুই করতে রাজি। তিনি আরও যোগ করেন, ‘যদি কেউ মনে করে, পাঁচে নামলে আমি সেঞ্চুরি পাব না। আমি ভাল করার সুযোগ পাব না। তবে সেরাটা দিতে পারবে না। আমি দল নিয়ে খুবই খুশি। মাঝে মাঝে ব্যাটিং করতে গেলে নিজের টেকনিক নিয়ে ধন্দে লেগে যায়। অতীতে আমি যেভাবে ভাল করেছি সেটা আবার খুঁজে বের করতে হবে।’ উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে দারুণ খেলেছিলেন ফিঞ্চ।
×