ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলকে রুখে দিয়ে পানামার চমক

প্রকাশিত: ১০:০০, ২৫ মার্চ ২০১৯

 ব্রাজিলকে রুখে দিয়ে পানামার চমক

জিএম মোস্তফা ॥ একদিন আগেই ভেনিজুয়েলার কাছে লজ্জাজনকভাবে হেরে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে উঠে আসে আর্জেন্টিনা। তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিন হারেনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তুলনামূলক খর্ব শক্তির দল পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তিতের দল। এতেই তুমুল সমালোচনার মুখে পড়েছে জেসুস-কাসেমিরো-কুটিনহোরা। গত বছরেই ইতিহাস গড়েছিল পানামা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বসেরার আসরের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল দেশটি। ৪০ লাখ জনসংখ্যার ছোট্ট দেশটি গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। মধ্য আমেরিকার দেশ হিসেবে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেয়া দলটি নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল পায় পানামা। দলটির অধিনায়ক ফেলিপে বালয় গোল করে ইতিহাস গড়েন। এই গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি দলের খেলোয়াড় ও সমর্থকরা। যদিও তার আগে ইংল্যান্ডের কাছে ছয় গোল হজম করতে হয়েছিল। তবু তাদের উদযাপন ছিল দেখার মতো। পানামার রাশিয়া যাত্রা শেষ হয় তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে। বিশ্বকাপ এখন পানামার অতীত গল্প। শনিবার ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৫তম অবস্থানে থাকা পানামা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ব্রাজিলের। পর্তুগালের এফসি পোর্তোর মাঠ স্টাডিও ডো ড্রাগাওয়েতে নেইমারবিহীন ব্রাজিলকে চমকে দিয়েছে পানামা। ইনজুরি আক্রান্ত প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা গ্যালারিতে দর্শক হিসেবে ছিলেন উপস্থিত। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান তৃতীয়। স্বাভাবিকভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের কাছে। দাপট দেখিয়ে ম্যাচ শুরুর ৩২ মিনিটেই গোল পায় সেলেসাওরা। দলকে এগিয়ে দেন এসি মিলানের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। কিন্তু পানামার বিপক্ষে ম্যাচে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেননা চার মিনিট পরই যে সমতায় ফিরে অপেক্ষাকৃত দুর্বল দল পানামা। বলিভিয়ান ক্লাব দ্য স্ট্রংগেস্টের মিডফিল্ডার এ্যাডোলফো মাচাডো দলের হয়ে গোলটি করেন। এরপর দুই পক্ষের কেউ আর কোন গোল আদায় করতে পারেননি। যে কারণে শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে পানামা। নেইমার একাদশে না থাকলেও ফিলিপে কুটিনহো, এডারসন, রবার্তো ফিরমিনো কিংবা রিচার্লিসনের মতো তারকা খেলোয়াড়রা ছিলেন দলে। তারপরও এমন পারফর্মেন্স মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান সমর্থকরা। ব্রাজিলের অভিজ্ঞ কোচ তিতেও চরম হতাশ শিষ্যদের এমন পারফর্মেন্সে। অপ্রত্যাশিত এই ফলাফল মেনে নিতে পারছেন না তিনি। নিজেই স্বীকার করলেন বাজে পারফর্ম করেছে তার দল। নিজেদের পারফর্মেন্সে তিতে যে খুশি হতে পারেননি তা বোঝা গেল তার মন্তব্যেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমার্ধের পারফর্মেন্স ছিল খুবই বাজে। এক কথায় প্রত্যাশার চেয়েও কম। দ্বিতীয়ার্ধ স্বাভাবিক ছিল। কিছু প্রচেষ্টাও ছিল। সম্মুখে চারজন নিয়ে খেলেছি, পুনর্গঠিত ছিলাম। তবে সব মেলালে প্রথমার্ধের পারফর্মেন্স খুবই বাজে ছিল। যে কারণে ফলটাও বাজে হয়েছে।’ রাশিয়া বিশ্বকাপের পর টানা জয়ের ধারায় ছিল ব্রাজিল। জিতেছে ৬ ম্যাচ। সেই যাত্রায় ছেদ পড়লো পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে। তবে প্রীতি ম্যাচে ড্র করলেও কোপা আমেরিকায় ভাল কিছুর ব্যাপারে আশাবাদী ব্রাজিলের কোচ। এ প্রসঙ্গে তিতে বলেন, ‘কোপা আমেরিকায় গেলে আমরা সেরা কিছু করতে ভালদের বাছাই করব। আমার প্রত্যাশা থাকবে আরও সৃষ্টিশীল কিছু করার দিকে।’ প্রীতি ম্যাচে ব্রাজিল ড্র করলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেরু, গুয়েতেমালা এবং মেক্সিকো। পেরো নিজেদের মাঠে ১-০ গোলে পরাজিত করেছে প্যারাগুয়েকে। গুয়েতেমালাও একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে শক্তিশালী কোস্টারিকার বিপক্ষে। তবে প্রীতি ম্যাচে বড় চমকটা উপহার দিয়েছে মেক্সিকো। এদিন তারা ৩-১ গোলে বিধ্বস্ত করেছে লাতিন আমেরিকার শক্তিশালী দল চিলিকে। যা ভক্ত-অনুরাগীদের চরম হতাশ করেছে।
×