ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা হকির প্রথম পর্বের প্রশিক্ষণ

প্রকাশিত: ১০:০১, ২৫ মার্চ ২০১৯

 মহিলা হকির প্রথম পর্বের প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মহিলা যুব এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় যুব মহিলা হকি দল অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে যুব মহিলা হকি প্রশিক্ষণ ক্যাম্পের প্রথমপর্বের সমাপনী অনুষ্ঠান গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সহসভাপতি সাজেদ এ এ আদেল, প্রতাপ শংকর হাজরা, সাধারণ সম্পাদক আবদুস সাদেক ও ফেডারেশনের অন্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ হকি ফেডারেশনের স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ এবং ওয়ালটনের হেড অব মার্কেটিং ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
×