ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সহিংসতার বিচ্ছিন্ন ঘটনায় তৃতীয় ধাপে উপজেলা ভোট সম্পন্ন

প্রকাশিত: ১০:০৯, ২৫ মার্চ ২০১৯

 সহিংসতার বিচ্ছিন্ন ঘটনায় তৃতীয় ধাপে উপজেলা ভোট সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কোথাও শান্তিপূর্ণ আবার কোথাও সংঘাত, সহিংসতা, কেন্দ্র দখল, গোলাগুলির মতো বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘটনা ঘটেছে। রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় নির্বাচন স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্র দখলের চেষ্টাকালে গোলাগুলির ঘটনায় এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। বেশিরভাগ উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। এদিকে নির্বাচন শেষে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন মনে করছেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অনিয়মের কারণে মোট ১৪ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে কটিয়াদি উপজেলায়ও নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বলেন, ধারণা করা হচ্ছে তৃতীয় ধাপে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে। তৃতীয় ধাপে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও অনেক জায়গায় কেন্দ্র দখল, সংঘাত সহিংসতা ছাড়াও গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। সকাল থেকেই প্রায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়লেও তা আশানুরূপ হয়নি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি কেন্দ্রে হাঙ্গামার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এই কেন্দ্রে হামলার ঘটনায় ফরহাদ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। ভৈরবে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় রাতে সিল মেরে ব্যালট ভরে রাখার অভিযোগে এই উপজেলায় নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। নড়াইলের কালিয়ায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। মাগুরার শালিখায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া কেন্দ্রে ভোটার উপস্থিতিও কম ছিল। কক্সবাজারের দক্ষিণ মগনামা সরকারী প্যাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরে জালভোট দেয়ার সময় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বরিশালের হিজলায় একটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতক্ষীরার সাত উপজেলায় কম ভোটার উপস্থিতির কারণে অনেকটা নিরুত্তাপ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেছেন। রবিবার তৃতীয় দফায় ১১৭ উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন। মোট ৯ হাজার ২৯৮টি কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। তৃতীয় দফায় ১২৭ উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও ৬ উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি। ২ উপজেলায় নির্বাচন আদালতের আদেশে স্থগিত করে দেয়া হয়। এবং দুটি উপজেলায় ৩১ মার্চ ভোট নেয়া হবে। চেয়ারম্যান পদে আগেই ৩৩, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এসব এলাকায় সংশ্লিষ্ট পদে নির্বাচন হবে না। ইসির ব্রিফ ॥ এদিকে তৃতীয় দফায় নির্বাচন শেষে সার্বিক নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ করার কথা ছিল। কিন্তু অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট বন্ধ করা হয়েছে এবং দায়িত্বে থাকা সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার ও ওই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও কেউ এর সঙ্গে জড়িত হলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, অনিয়মের কারণে এ ধাপে মোট ৯ হাজার ২৯৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল গুলিতে আহত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারে এনে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সচিব বলেন, নির্বাচন কমিশন তৃতীয় ধাপের নির্বাচনে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। এ ধাপে ৪০ থেকে ৪৫ ভাগ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়ল তা নিয়ে নির্বাচন কমিশনের কোন মাথা ব্যথা নেই। একটি জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভোট না দেয়ার জন্যও তাদের প্রচার আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে। সব কিছু মিলিয়ে কমিশন বলেছে, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল এটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা। তাছাড়া দেশে কোন আইন নেই যে, কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ইভিএমে ভোট নেয়ার বিষয়ে বলেন, প্রযুক্তির সহায়তায় ভোটগ্রহণ করায় এসব কেন্দ্রে কোন প্রকার অনিয়মের সুযোগ কেউ পায়নি। মানুষ ইভিএমে ভোট দিয়ে আনন্দ পেয়েছে। ব্রিফিংয়ে ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান ও এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্নস্থানে ভোটের খবর চট্টগ্রাম ॥ পুলিশের হামলা, গুলিবর্ষণ, জাল ভোটের চেষ্টাসহ বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলা পরিষদের নির্বাচন। চন্দনাইশে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে হাঙ্গামার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শুরুর পর পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় মোঃ ফরহাদ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেন্দ্র দখলে নিতে প্রার্থী একেএম নাজিমউদ্দিনের সমর্থকরা এ হামলা চালায়। আহত পুলিশ কনস্টেবলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পটিয়ায় জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছে এসএসসি পরীক্ষার্থীসহ ৪জন। বাঁশখালীতে বেশ কটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, কেন্দ্র দখল ও প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর ও ভোটার উপস্থিতি হ্রাস করতে পুলিশের সঙ্গে গুলি বিনিময় ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজুল ইসলাম জানান, রবিবার সকাল ৮টায় উপজেলার ৮৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বেশকিছু কেন্দ্রে রাতেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগ ওঠে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর পর প্রথমে ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করাসহ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। পরে সকাল ১০টার দিকে সব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কক্সবাজার ॥ পেকুয়ার দক্ষিণ মগনামা সরকারী প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। নড়াইল ॥ কালিয়ায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সর্মথকের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। রবিবার দুপুরে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ ॥ দৌলতপুর উপজেলার জিয়নপুর ২৭ নং ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আটক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আটক কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরে ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। মাগুরা ॥ তৃতীয় ধাপে আজ রবিবার মাগুরার ৪টি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় ভোট গ্রহণে একটি বিক্ষিপ্ত ঘটনাছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে, ভোটার উপস্থিতি কম ছিল। শালিখা উপজেলার শতখালী কেন্দ্রের বাইরে দুপুরে দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট কামাল হোসেনের সমর্থকের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে । এত ৪/৫জন আহত হয়। চাঁদপুর ॥ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ভোটের আগের রাতে এবং সকালে ভোট গ্রহণ শুরুর পর উপজেলার অন্তত ৮০টি কেন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট, কেন্দ্র দখল করা হয়। কয়েকটি কেন্দ্রে তার (তোফায়েল আহাম্মেদের) এজেন্টদের বাধা ও বের করে দেয়া হয়। এ কারণে তিনি নির্বাচন বর্জন করে এবং একই সঙ্গে পুনঃ নির্বাচনের দাবি জানান। বরিশাল ॥ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রবিবার সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা ॥ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিরুত্তাপ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাতক্ষীরার সাতটি উপজেলায়। সকালে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও কিছুটা বাড়তে থাকে। বিকেলে সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। কোন কোন কেন্দ্রে কিছুটা সংঘর্ষ হলেও বেশিরভাগ স্থানে পরিবেশ ছিল শান্ত। সব কেন্দ্রের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের এবারের এ ভোটে অনেকটা অলস সময় পার করতে দেখা গেছে। কলারোয়া উপজেলার বাটরা কেন্দ্রে নৌকা ও আনারস প্রতিকের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পিরোজপুর ॥ মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ প্রার্থী হোসাইন মোশারেফ সাকু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে এ সহিংসতার ঘটনা ঘটে। ভৈরব ॥ নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভৈরবপুর মধ্যপাড়ায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী সায়দুল্লাহ মিয়া সমথর্কদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন।
×