ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার হজে খরচ কমবে ২৪ হাজার টাকা ॥ ধর্মপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:২৪, ২৫ মার্চ ২০১৯

 এবার হজে খরচ কমবে ২৪ হাজার টাকা ॥ ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ এবার হজে খরচ কমবে গতবারের তুলনায় কমপক্ষে ২৪ হাজার টাকা। কাজেই প্যাকেজে যাই থাকুক খরচ বাড়বে না মোটেও। এমনটি দাবি করেছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বেশ জোর দিয়েই বলেছেন, গত বছরের চেয়ে ২৪ হাজার ৪১০ টাকা কমেছে। এ বিষয়ে রবিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্যাকেজ নিয়ে সংবাদ সম্মেলন ডাকলেও তিনি কথা বলেছেন এদেশে মিলাদ মাহফিলের পক্ষ নিয়ে। বলেছেন, মিলাদ বৈধ। এটা আমি নিজেও বিশ্বাস করি এবং মানি। ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের প্যাকেজ-১ এর হজযাত্রীদের সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। এ বছর বিমান ভাড়া ২০ হাজার টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছিল এক লাখ ৪৮ হাজার ১৯১ টাকা। এর সঙ্গে সৌদি সরকারের কর বৃদ্ধি হয়েছে ২৪ হাজার ৯৮১ টাকা। এ হিসেবে ২০১৯ সালের প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল চার লাখ ৪২ হাজার ৯১০ টাকা। কিন্তু মন্ত্রিপরিষদ প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য নির্ধারণ করেছে চার লাখ ১৮ হাজার ৫১৬ টাকা। সে হিসেবে প্রকৃত অর্থে গত বছরের চেয়ে ২৪ হাজার ৪১০ টাকা ব্যয় কমেছে। প্রকৃতপক্ষে সৌদি সরকার সার্ভিস চার্জ বৃদ্ধি, অতিরিক্ত করারোপ এবং পরিবহন ব্যয় গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি করায় ব্যয় ১৫ হাজার ৩২৬ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছরের অতিরিক্ত সার্ভিস চার্জের ওপর ১২ শতাংশ কর আরোপ করায় ব্যয় তিন হাজার ৭০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।
×