ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি

প্রকাশিত: ১০:২৭, ২৫ মার্চ ২০১৯

 জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) রবিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়। রবিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী সিরাজুল ইসলাম খান, চলচ্চিত্রকার প্রসুন রহমান, চলচ্চিত্রকার রাজীবুল হোসেন। সংবাদ সম্মেলনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
×