ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাংস-খিচুড়ি খাইয়েও ভোটারদের নেয়া যাচ্ছে না ॥ রিজভী

প্রকাশিত: ১০:২৮, ২৫ মার্চ ২০১৯

  মাংস-খিচুড়ি  খাইয়েও ভোটারদের  নেয়া যাচ্ছে  না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের প্রতি দেশের মানুষের কোন আগ্রহ নেই অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন মাংস-খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেও ভোটারদের কেন্দ্রে নেয়া যাচ্ছে না। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারকে উদ্দেশ করে বলেন, আন্দোলনকারী শিক্ষকদের দাবি মেনে নিন। রিজভী অভিযোগ করেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। কেউ ঘর থেকে বের হলে ঘরে ফেরার কোন গ্যারান্টি নেই। গুম-খুনের সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও জড়িত। নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরোধীদল ও মতকে দমন করতে এমন কোন নির্দয় পন্থা নেই যা করছেন না। গুম-খুনের খবর প্রচার করায় সরকার দেশে আল জাজিরা সাইট বন্ধ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। রিজভী বলেন, ক্ষমতার অহংকার মানুষকে বিবেকশূন্য করে তোলে। বর্তমান সরকার এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে। ক্ষমতার পৌষ মাস যাতে শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছে সরকার। আর সেজন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সংগঠন প্রকাশ্যে কিংবা গোপনে গুম-খুন করছে।
×