ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রোবটের মাধ্যমে ভাব বিনিময়

প্রকাশিত: ১০:২৯, ২৫ মার্চ ২০১৯

 রোবটের মাধ্যমে ভাব বিনিময়

বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন এক রোবট ট্রান্সলেটর তৈরি করেছেন যা মৌমাছি ও মাছদের নিজেদের মাঝে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ এটাই প্রথম। নতুন এই সিস্টেম ওই প্রাণীদের বায়ো সিগন্যাল বুঝতে পারে ও সে অনুযায়ী তাদের ভাষা রূপান্তর করে। নিউ জার্সির ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা নতুন এই গবেষণা পরিচালনা করেন। অনেকটা রূপকথার গল্পের মতোই ব্যাপারটা। মৌমাছি ও মাছ একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে এখন। বিজ্ঞানীরা বলছেন একটি ওয়াকিটকি সিস্টেমের মাধ্যমে মৌমাছি ও মাছেরা একে অন্যের সঙ্গে কথা বলবে। এই সিস্টেমে বিশেষভাবে তৈরি মিনি রোবট ও টার্মিনাল ব্যবহার করে প্রথমবারের মতো সফলতা অর্জন করেছেন বিজ্ঞানীরা। মৌমাছির কলোনিতে একটি ছোট্ট টার্মিনাল বসানো হয়। আর এক ঝাঁক মাছের মধ্যে একটি সাঁতার কাটা রোবট মাছ ব্যবহার করা হয়। এরপর ওই দুই ক্ষেত্র থেকে পাওয়া সিগন্যাল একটি ভাষায় রূপান্তর করা হয়, যাতে মৌমাছি ও মাছেরা বুঝতে পারে। মৌমাছির কলোনিতে রাখা টার্মিনালটি মৌমাছির গতিবিধি, বাতাসের কম বেশি হওয়া তাপমাত্রা, ভাইরেশন এসবের ওপর ভিত্তি করে মৌমাছিকে একে অপরের সঙ্গে ভাব আদান-প্রদানের পথ করে দেয়। -ডেইলি মেইল
×