ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে ৫১ কোটি বছরের পুরনো জীবাশ্মের সন্ধান

প্রকাশিত: ১২:৫৯, ২৫ মার্চ ২০১৯

 চীনে ৫১ কোটি বছরের পুরনো  জীবাশ্মের  সন্ধান

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনে একটি নদীর পাড়ে কোটি কোটি বছরের পুরনো কয়েক হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা, জীবাশ্মগুলো ৫১ কোটি বছরেরও বেশি সময়ের পুরনো। এ সমস্ত জীবাশ্ম কিছুটা অভিনব বলেও দাবি বিজ্ঞানীদের। খবর বিবিসির। কারণ, সেগুলোর বেশ কয়েকটিতে চামড়া, চোখ, শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মতো নরম কোষ পাওয়া গেছে। এ থেকে বোঝা যাচ্ছে সেগুলো কতটা চমৎকারভাবে সংরক্ষিত ছিল। চীনের হুবেই প্রদেশের ডানশউই নদীর কাছে ফসিলগুলো পাওয়া গেছে। সেখান থেকে ২০ হাজারের বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর মধ্যে চার হাজার ৩৫১টি পরীক্ষা করা হয়েছে। নমুনাগুলোর মধ্যে কৃমি, জেলিফিশ, সি এ্যানিমনি এবং শ্যাওলার জীবাশ্ম রয়েছে। বিজ্ঞানীদের যে দলটি ওই জীবাশ্মগুলো আবিষ্কার করেছে তার প্রধান অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং বলেন, ‘শুরুর দিকে পৃথিবীতে কী ধরনের প্রাণী ছিল সে সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে পরিগণিত হবে। এখানে আবিষ্কৃত জীবাশ্মগুলোর বেশিরভাগেরই জেলিফিশ ও কৃমির মতো নরম অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। সাধারণত এ ধরনের প্রাণীদের জীবাশ্ম তৈরি হয় না।’
×