ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পান্তের ঝড়ে মুম্বাইকে উড়িয়ে দিল দিল্লী

প্রকাশিত: ১৩:২৯, ২৫ মার্চ ২০১৯

পান্তের ঝড়ে মুম্বাইকে উড়িয়ে দিল দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলের দ্বাদশ আসরে ঘরের মাঠে রিশাভ পান্তের ঝড়ে দিল্লী ক্যাপিটালসের কাছে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। খবর ক্রিকইনফোর। আইপিএলের ইতিহাসের ন্যূনতম ২৫ বল খেলা ইনিংসগুলোর দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেটে ২৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে ২১৩ রানের চূড়ায় বসান পান্ত। যে লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৭৬ রানে। ২১৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনই সে অর্থে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি মুম্বাই। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই সুর্যকুমার যাদভ, কুইন্টন ডি কক এবং রোহিত শর্মার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। চতুর্থ উইকেটে কাইরন পোলার্ডের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা যুবরাজ সিং। দলীয় ৯৫ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে ফেরেন পোলার্ড। দুই বল পরই খালি হাতে ফেরেন হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলে ৩২ রানের আশা জাগানিয়া ইনিংস খেলেন পান্ডিয়াদের বড় জন ক্রুনাল পান্ডিয়া। কিন্তু ১৫তম ওভারে তার বিদায়ে জয়ের সম্ভাবনা প্রায় শেষই হয়ে যায় মুম্বাইয়ের। তবু একা লড়ছিলেন যুবরাজ। শেষপর্যন্ত তিনি সাজঘরে ফেরেন ১৯তম ওভারে। আউট হওয়ার আগে ৩৫ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন যুবরাজ। জাসপ্রিত বুমরাহ ইনজুরির কারণে ব্যাট করতে না নামায় ১৯.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। ৩৭ রানের বড় ব্যবধানের জয়ে আসরের শুভসূচনা করে দিল্লী। বল হাতে দলের পক্ষে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা এবং ইশান্ত শর্মা। এছাড়া ট্রেন্ট বোল্ট, রাহুল তেওয়াতিয়া, কেমো পল এবং অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট।
×