ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট ইস্যুতে আরেকটি গণভোট সম্ভব ॥ ব্রিটিশ অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৩:১১, ২৫ মার্চ ২০১৯

ব্রেক্সিট ইস্যুতে আরেকটি গণভোট সম্ভব ॥ ব্রিটিশ অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ব্রেক্সিট কার্যকর নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে এ ইস্যুতে নতুন করে আরেকটি গণভোট আয়োজনের কথা বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ব্রেক্সিটের প্রতিবাদে লন্ডনে লাখো মানুষের সমাবেশের একদিনের মাথায় রবিবার নিজের এমন অবস্থানের কথা জানালেন থেরেসা মে-র মন্ত্রিসভার এই প্রভাবশালী সদস্য। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। এর আগে দুই দফা থেরেসা মে-এর প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি নাকচ করে দেয় দেশটির পার্লামেন্ট। রবিবার স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ হ্যামন্ড বলেন, আমি নিশ্চিত নই যে, পার্লামেন্টে দ্বিতীয় আরেকটি গণভোটের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কি-না। কিন্তু এটি পুরোপুরিভাবে একটি যৌক্তিক প্রস্তাব। এট বিবেচনার যোগ্য। এদিকে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল নিয়ে সমবেত হন লাখ লাখ মানুষ। তাদের এ ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘পুট ইট টু দ্য পিপল’। আয়োজকরা বলছেন, পার্লামেন্টের সামনে সমাবেশ শুরুর আগে বিক্ষোভে যোগ দেন ১০ লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক। যে কোনও ব্রেক্সিট চুক্তির জন্যও গণভোটের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির উপনেতা টম ওয়াটসন, স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন, লন্ডনের মেয়র সাদিক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ প্রমুখ। নতুন ব্রেক্সিট গণভোটকে জনগণের মধ্যে সৃষ্ট বিভক্তি নিরসনের পথ বলে মনে করেছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টার পর থেকে আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য না থাকার কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ-এর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে একটি খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তা সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পায়নি। থেরেসা মে আবার ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করে পার্লামেন্টের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন একটি চুক্তি উপস্থাপন করেন গত ১২ মার্চ। কিন্তু এটিও নাকচ করে দেন ব্রিটিশ এমপিরা। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো চুক্তিটি হাউস অব কমন্সে তোলার কথা জানিয়েছিলেন মে। কিন্তু প্রস্তাবটি পাসে যথেষ্ঠ সংখ্যক এমপির সমর্থ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয়ের মধ্যেই রবিবার ব্রেক্সিট ইস্যুতে নতুন করে গণভোট আয়োজনের কথা বললেন ফিলিপ হ্যামন্ড। শনিবার আরেকটি ব্রেক্সিট গণভোটের দাবিতে আয়োজিত সমাবেশে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এখন ব্রেক্সিটের বিষয়ে গণভোট আয়োজন ছাড়া কোনও পথ খোলা নেই।
×